ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

মার্কিন এফ-১৬ নয় চীনা বিমান-ই ভূপাতিত করে মিগ-২১! 

প্রকাশিত: ১০:৪০, ২৫ মার্চ ২০১৯  

ভারতীয় বায়ুসেনার মিগ-২১ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ নয়, বরং এই সাফল্যের হকদার হচ্ছে চীনে তৈরি যুদ্ধবিমান জেএফ১৭- সরাসরি না বললেও এমনই ইঙ্গিত দিয়েছেন চীনের পিপল'স লিবারেশন আর্মির ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির একজন প্রফেসর। 

জিন ইনান নামের চীনা সেনাবাহিনীর এই বিশেষজ্ঞের দাবি, চীন-পাকিস্তান যৌথ উদ্যোগে তৈরি জেএফ-১৭-ই সম্ভবত কাশ্মির সীমান্তে মিগ-২১ গুলি করে নামায়। এছাড়া যে মিসাইল মিগ বিমানটি ধ্বংস করে, তা সারফেস টু এয়ার মিসাইল নয় বলেও দাবি করেন জিন ইনান। তার মতে, ওই মিসাইলটি এয়ার টু এয়ার মিসাইল ছিল। অর্থাৎ কোনো আকাশযানকে ধংস করতে অপর আকাশযান থেকে ছোঁড়া মিসাইল ছিল এটি। 

চীন সরকারের এক ওয়েবসাইটে জিন ইনানের এক সাক্ষাত্‍কার এই দাবি করা হয়।

প্রসঙ্গত, সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনা ও সংঘর্ষের সময়ে যুক্তরাষ্ট্র থেকে কেনা এফ-১৬ চুক্তি ভেঙে ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছে পাকিস্তান- এমন খবর ছড়ায়। বিশেষ করে বালাকোটে এয়ার স্ট্রাইকের পরেরদিনই এই অভিযোগ করে ভারত। ধ্বংস হওয়া মিগ-২১ এর ভারতীয় পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন ধরা পড়েন পাকিস্তানী বাহিনীর হাতে। 

এ ঘটনার পর ভারতের ওপর এফ-১৬ ব্যবহার করা নিয়ে পাকিস্তানের কাছে কৈফিয়ত চায় ওয়াশিংটন। এমন পটভূমিতে বরাবরের মতো পাকিস্তানের পাশে দাঁড়িয়ে তার পুরনো মিত্র চীন এবার দাবি করলো- ভারতের বিরুদ্ধে পাকিস্তান এফ-১৬ ব্যবহার-ই করেনি। এই দাবির সত্যাসত্য সামনের দিনগুলেই বলে দেবে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল। এনবিটি, এইসময়

নিউজওয়ান২৪.কম/এসএমএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত